দুদকের পর্যবেক্ষণের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খসড়া ভোটার তালিকায় ছিল ১৫ ক্লাব। পরে বিতর্কিতভাবে কাউন্সিলরের তালিকায় না রাখায় বিসিবির নির্বাচন কমিশনের কাছে এসব ক্লাবের কর্তারা অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ ফেরত দেওয়া হয়।
এরপর হাইকোর্টে রিট দায়ের করেন ফারুক আহমেদ। যে কারণে আবারও সেই ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল হয়। তবে আজ রবিবার ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ বৈধতা দিয়েছেন চেম্বার আদলত। যে কারণে তাদের নির্বাচন করতে কোনো আইনি বাধা নেই।
১৫ ক্লাবের মধ্যে ভাইকিংস থেকে কাউন্সিলর ছিলেন ইফতেখার রহমান মিঠুও। নির্বাচনের একদিন আগে বৈধতা পেয়ে জানালেন তিনিও বোর্ড পরিচালকের জন্য নির্বাচন করবেন।
এদিকে, আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমার কাছে মনে হয় আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং এই নির্বাচনটা এমন একটা জায়গায় দেখা গেছে যে, যেদিন বাংলাদেশ দুটো ম্যাচ, ছেলেদের ম্যাচও জিতেছে, টি-টোয়েন্টি আফগানিস্তানের সাথে, মেয়েদের দলও বিশ্বকাপে জিতেছে। কিন্তু আসল নিউজ হয়েছে নির্বাচনকে ঘিরে।
বিডি প্রতিদিন/কেএ