গোল করার কয়েক মিনিটের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়লেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে জানা গেছে, তার অ্যাঙ্কেলে (গোড়ালিতে) সমস্যা হয়েছে। যদিও চোটের মাত্রা এখনও নিশ্চিত করেননি রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো।
শনিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলের পর ৮১তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ব্রাহিম দিয়াসের পাস থেকে ডান পায়ে নেওয়া দুর্দান্ত শটে জাল খুঁজে পান ফরাসি এই ফরোয়ার্ড। এর মাধ্যমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ৯ ম্যাচে গোল করার নজির গড়েন তিনি।
তবে গোল করার পর দুই মিনিট না যেতেই গোড়ালির চোটে মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপে। তার পরিবর্তে নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শাবি আলোনসো বলেন, “এমবাপে কিছুটা অস্বস্তি অনুভব করছে। আমরা এখনও চোটের মাত্রা জানি না। জাতীয় দলের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন। আশা করি, বিষয়টি গুরুতর নয়। তবে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
এই চোটের কারণে ফ্রান্স জাতীয় দলে এমবাপ্পের অংশগ্রহণ এখন অনিশ্চিত। আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী শুক্রবার আজারবাইজান ও পরের সোমবার আইসল্যান্ডের বিপক্ষে। ‘ডি’ গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ১০ ম্যাচে ১৪ গোল করা এমবাপে ছিটকে গেলে তা হবে ক্লাব ও দেশের জন্য বড় ধাক্কা। রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ ১৯ অক্টোবর, লা লিগায় গেতাফের বিপক্ষে। ৮ ম্যাচে ৭ জয় নিয়ে ২১ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে শাবি আলোনসোর দল।
বিডি প্রতিদিন/মুসা