সপ্তাহ খানেক আগেই যোগ্য নেতৃত্বে ভারতকে এশিয়া কাপের শিরোপা জিতিয়েছেন সূর্যকুমার যাদব। আসরটিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে তিনটি ম্যাচেই হারিয়েছে তার দল। ভারতের হয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন সূর্যকুমার। এমন সাফল্যের পরও ক্রিকেটজীবনে কিছু আক্ষেপ রয়েছে বলে জানিয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক।
এশিয়া কাপ জিতে দেশে ফেরার পর একটি সাক্ষাৎকার দিয়েছেন সূর্যকুমার। সেখানেই নিজের আক্ষেপের কথা জানিয়েছেন তিনি। ধোনির নেতৃত্বে কখনো খেলার সুযোগ না পাওয়াই তার ক্রিকেট জীবনের সবচেয়ে বড় আক্ষেপ।
সূর্যকুমার বলেন, মাহি ভাই (ধোনি) যখন ভারতের অধিনায়ক ছিলেন, তখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। চাইতাম যেন এক বার অন্তত সুযোগ পাই। কিন্তু কখনো সেই সুযোগ হয়নি।
তিনি বলেন, আমি সবসময় মাহি ভাইয়ের বিপক্ষেই খেলেছি। ব্যাট করার সময় উইকেটের পেছনে পেয়েছি তাকে। দুর্দান্ত ক্রিকেটার তো বটেই, মানুষ হিসেবে দারুণ। বিপক্ষে খেলেও মাহি ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শিখতে পেরেছি। তা হলো, অসম্ভব চাপের সময়েও শান্ত থাকতে পারা। মাঠের সবদিকে তিনি নজর রাখেন। কী ঘটছে দেখেন। তারপর সিদ্ধান্ত নেন।
২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সূর্যকুমারের। সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তবে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। সূর্য সেই অভিজ্ঞতা নিয়ে বলেন, কোহলি ভাইয়ের নেতৃত্বে আমার অভিষেক হয়েছিল। আমার কাছে কোহলি ভাই এমন এক জন মানুষ, যিনি কঠিন কাজও সহজে করতে পারেন।
এরপর সূর্য বলেন, কোহলি ভাই আপনাকে আপনার ক্ষমতার শেষ সীমা পর্যন্ত ঠেলে নিয়ে গিয়ে সেরাটা বের করে নেবে। সব অধিনায়কই চায়, দলের খেলোয়াড়েরা তাদের সেরাটা দিক। কোহলি ভাই সেরাটা বের করে নিতে পারে। মাঠে এবং বাইরে সব সময় কোহলি ভাই তরতাজা থাকে। প্রাণশক্তিতে ভরপুর মানুষ। অধিনায়ক হিসাবে একটু আলাদা ধরনের।
নিজের ক্রিকেটজীবনে অধিনায়ক রোহিতের প্রভাবের কথাও জানিয়ে সূর্য বলেন, রোহিত ভাইয়ের নেতৃত্বে প্রচুর ম্যাচ খেলেছি। আইপিএলে খেলেছি। দেশের হয়ে খেলেছি। রোহিত ভাই চায় দলের সকলে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে। তরুণদের সব সময় উৎসাহ দেয়। রোহিত ভাইয়ের ঘরের দরজা সকলের জন্য ২৪ ঘণ্টা খোলা। নেতৃত্বের কিছু বিষয় ছাড়াও রোহিত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি।
প্রসঙ্গত, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন কোহলি ও রোহিত। এরপর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হন সূর্যকুমার।
বিডি প্রতিদিন/কেএ