নারায়ণগঞ্জ সদর থানার দায়েরকৃত মাদক মামলায় আব্দুল জলিল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আব্দুল জলিল শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মহিউদ্দিন সরদারের ছেলে। তবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২৪ সালের ৪ মার্চ নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসের সামনে অবস্থানকালে আব্দুল জলিলকে র্যাব-১১ আটক করে। এসময় তার কাছ থেকে ৩৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেইসঙ্গে আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান ফেন্সিডিল বেচাকেনা করতেন। পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার বিচার শেষে আদালত আজ এ রায় দেন।
বিডি-প্রতিদিন/মাইনুল