বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত এসকল কর্মসূচি পালিত হয়।
এদিন সকালে শহরের মিশনপাড়া দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি পালিত হয়। একই সাথে সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল, খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও বাগবাড়ি হাসপাতালের রোগীদের জন্য মোট ৬ টি হুইল চেয়ার প্রদান করা হয়।
এছাড়াও হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য বীন ও হ্যান্ডমাইক বিতরণ করা হয়। সকাল থেকে বিকেল অবধি বন্দরের পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।
সেই সাথে দুপুরে বন্দরের লক্ষণখোলা কড়ইতলা মাদরাসার ৭ শতাধিক শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষের উপস্থিতিতে দোয়ার আয়োজন করেন বিএনপি নেতা আবু জাফর আহাম্মেদ বাবুল। পরে মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন তিনি।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন