পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুইজনের মধ্যে একজন হলো, রিকশাচালক মোঙলা হোসেন (৫৫) এবং অন্যজন পথচারী মুজাহার প্রামাণিক (৭০)।
মোঙলা হোসেন ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর গ্রামের মৃত হাশেম আলীর ছেলে এবং মুজাহার প্রামাণিক উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন শামিলপুর গ্রামের মৃত মাহিন প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের আরামবাড়িয়া এলাকার কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক বহনকারী স্যালো ইঞ্জিনচালিত ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মোংলা (৫৫) নিহত হয়।
অপরদিকে বৃহস্পতিবার দাশুড়িয়া ইউনিয়নের শামিলপুর জমসেদ মার্কেটের নিকট মোটরসাইকেল দুর্ঘটনায় কয়েকজন আহত
হয়।
এদের মধ্যে মুজাহার প্রামাণিকের অবস্থা গুরুতর হওয়ায়— তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/তানিয়া