বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ, জন্মনিবন্ধনে ইচ্ছাকৃত ভুল ও সংশোধনের নামে অর্থ আদায়, অনলাইন সার্ভিসে অতিরিক্ত ফি গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসমা খাতুনের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে প্রতাপনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে ফুলতলা বাজারে “আসমা হঠাও, প্রতাপনগর বাঁচাও” শ্লোগানে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স.ম. আখতারুজ্জামান, সমাজসেবক নূরি আলম সিদ্দিকী, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিএনপি নেতা কারিমুজ্জামান, প্রতিবন্ধী ভুক্তভোগী আব্দুস সালাম, ভুক্তভোগী মুক্তার হোসেন ও স্থানীয় সাংবাদিক মাসুম বিল্লাহ প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসমা খাতুন চেয়ারম্যানের সহযোগিতায় বিভিন্ন অনিয়মের মাধ্যমে ভাতাভোগীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিচ্ছেন। তিনি বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মোবাইল নাম্বার পরিবর্তন করে নিজের পরিবারের সদস্যদের নাম্বার ব্যবহার করে টাকা উত্তোলন করেছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
তারা বলেন, এ বিষয়ে স্থানীয়ভাবে অভিযোগ জানানো হলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোনো ব্যবস্থা নেননি। অবিলম্বে আসমা খাতুনের দুর্নীতির তদন্ত ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি করেন এলাকাবাসী।
বিডি প্রতিদিন/হিমেল