বগুড়ার শিবগঞ্জে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী। এ ঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার পৌর এলাকার চকভোলাখাঁ গ্রামে পুলিশ আসামিকে হাতকড়া পরিয়ে নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার রাতে শিবগঞ্জ থানা পুলিশের এসআই আল মামুন হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুর রহমান রাজুকে (৩৫) গ্রেফতার করেন। এসময় গ্রামবাসী পুলিশের উপর চড়াও হয়। পরে গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে নিয়ে আসার সময় গ্রামবাসী তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেন।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা রিজ্জাকুর রহমান রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগসহ এক ডজনের বেশি মামলা রয়েছে। ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে রাজু আত্মগোপনে ছিলেন।
স্থানীয় মিডিয়া কর্মীরা জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা রাজুর নিকট থেকে পুলিশের একাধিক ব্যক্তি বিভিন্ন সময়ে উপঢৌকন নিয়েছেন। সেই কারণে তাকে এতদিন গ্রেফতার করা হয়নি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, রিজ্জাকুর রহমান রাজু একাধিক মামলার আসামি। তাকে আটক করে শিবগঞ্জ থানায় নিয়ে আসার পথে সে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পরপরই পুলিশ আসামি রাজুকে ও হাতকড়া উদ্ধারে অভিযান শুরু করেছে।
বিডি প্রতিদিন/এমআই