কক্সবাজারের উখিয়ায় ২টি আগ্নেয়াস্ত্র, ৫টি কার্তুজ ও ২ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা কক্সবাজার-টেকনাফ সড়ক থেকে তাদের আটক করা হয়।
অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।
আটকরা হলেন, বালুখালী এলাকার ফরিদ আলমের ছেলে মো. কায়সার (২১), মৃত মো. আলমের ছেলে ফরিদ আলম (৪৭)। এছাড়া ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর কবিরের ছেলে ফোরকান (২৩), ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জোস মোহাম্মদের ছেলে আব্দুল কাদের (২০)।
জসিম উদ্দীন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতের প্রেরণের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন