কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) পৌনে ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
নিহতরা হলেন নালাদক্ষিন গ্রামের মতি হাজ্বীর মেয়ে জাকিয়া ও রোকিয়া নামের দুই বোন। জাকিয়া বিবাহিত ও রোকিয়া অনার্স পড়ুয়া শিক্ষার্থী। অন্যজন দাউদপুর গ্রামের রায়হানুল ইসলামের ছেলে রাশেদ মিয়া।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুপুরে এলাকায় ভারী বৃষ্টি শুরু হলে ভবানীপুর ঘাটে উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন