রাজধানীর উত্তরায় ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন- চক্রের হোতা আসাদুর রহমান আকাশ এবং তার দুই সহযোগী ফরিদ উদ্দিন ও মো. রবিন। গতকাল ভোরে দক্ষিণখানের আজমপুর রেলগেটসংলগ্ন এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের আটক করা হয়। উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটকদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা উত্তরার ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন। চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলা, জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। ক্যাম্পটির এক কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট কিছু চাঁদাবাজির অভিযোগ আমরা পেয়েছি। সেসব বিষয়ে আটকদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।