জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরুর দাবিতে রবিবার (৫ অক্টোবর) জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল নেতৃত্বে জেলা প্রশাসক মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
এর আগে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু করে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছান। পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু দেখতে চাই, আর আর অপেক্ষা নয়; রাষ্ট্রীয় অর্থে কাজ শুরু হোক, পরবর্তীতে নির্বাচিত সরকার তার ধারাবাহিকতা বজায় রাখবে।
জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল বলেন, ‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ শ্লোগান নিয়ে রংপুরের পাঁচ জেলায় এই আন্দোলন শুরু হয়েছে। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো। আগামী ৯ অক্টোবর পাঁচ জেলার উপজেলা পর্যায়ে গণমিছিল ও সমাবেশ এবং ১৬ অক্টোবর নদী তীরবর্তী ১১টি স্থানে একযোগে মশাল প্রজ্জলন করা হবে।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় অর্থনৈতিক নতুন দ্বার উন্মোচিত হবে। আর বিলম্ব আমরা চাই না; দ্রæত কাজ শুরু হোক।
এসময় বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল