রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি মডেল থানা পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
শনিবার (৪ অক্টোবর) ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থান থেকে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-মো. অমিত হাসান ওরফে রাব্বি (৩০) মোঃ আলী আকবর (৪২) মো. শফিকুর রহমান (৩০) সজিব সরদার (১৯) রাজিব তালুকদার (১৯) নূর মোহাম্মদ ওরফে বাপ্পি (১৯) মো. জিহাদ (১৯) মো. কাউছার (২৮) চাঁন মিয়া (২৫) ও মো. ওয়াসিম (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন