কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে লোকমান হোসেন (৩৫) নামে এক এনজিও কর্মী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত লোকমান শ্যামপুর জুরাইন এলাকার মো. আলী হোসেনের ছেলে।
আহতের বাবা জানান, লোকমান প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। পথে হাসনাবাদ এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে হামলা চালায়। তারা লোকমানের ডান হাঁটুতে ছুরিকাঘাত করে তাকে আহত করে এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
বিডি প্রতিদিন/নাজিম