রাজধানীর মতিঝিল সরকারি আবাসিক এলাকার বিভিন্ন অবৈধ স্থাপনা দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে সচিবালয়ের সরকারি আবাসন পরিদপ্তর। আগামী ৯ অক্টোবরের মধ্যে এসব স্থাপনা না সরানো হলে মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ ব্যয় অভিযুক্তের কাছ থেকে আদায় করা হবে বলে জানানো হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপসচিব) নাহিদ-উল-যৌন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মতিঝিল আইডিয়াল জোনে ই-শ্রেণির ০১ থেকে ০৮ নম্বর ভবন সংলগ্ন ১৬টি আধাপাকা টিনশেড গ্যারেজ, আল হেলাল জোনে ই-শ্রেণির ১০ থেকে ১৫ নম্বর ভবন সংলগ্ন ২০টি টিনশেড গ্যারেজ, এবং ১৩ নম্বর ভবনের পশ্চিম পাশে একটি স্কুলঘর অনুমতি ব্যতীত নির্মাণ করা হয়েছে। এছাড়া, আইডিয়াল জোনের ০৩ নম্বর গেটের ভেতরে আইডিয়াল ড্যাফোডিল এডুকেশন কেয়ার কোচিং সেন্টার, এবং ডি-শ্রেণির ৫২ নম্বর ভবনের সামনে গ্যারেজ, ৪০ থেকে ৪৪ ও ১১১-১১২ নম্বর ভবনের সামনে টিনঘেরা অংশকেও অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পরিদপ্তরের পক্ষ থেকে এসব অবৈধ স্থাপনা ব্যবহারকারীদের নিজ দায়িত্বে ৯ অক্টোবরের মধ্যে অপসারণের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা না সরালে মতিঝিল সরকারি আবাসন এলাকার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করে জোরপূর্বক উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। সেই সঙ্গে উচ্ছেদ ব্যয় সংশ্লিষ্ট অভিযুক্তদের কাছ থেকে আদায় করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল