যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল গাজা থেকে একটি 'প্রাথমিক প্রত্যাহার লাইন' বা সীমারেখায় সম্মত হয়েছে এবং তা হামাসের সঙ্গে ভাগাভাগি করা হয়েছে।
রবিবার (স্থানীয় সময়) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন,"হামাস এ বিষয়ে নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তখন শুরু হবে জিম্মি ও বন্দি বিনিময় প্রক্রিয়া এবং আমরা পরবর্তী ধাপে প্রত্যাহারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করব।"
ট্রাম্পের পোস্টের সঙ্গে একটি মানচিত্রও শেয়ার করা হয়েছে, যেখানে গাজা উপত্যকার মধ্যে দিয়ে হলুদ একটি রেখা অঙ্কন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটিই সেই "প্রাথমিক প্রত্যাহার লাইন"।
তবে মানচিত্র বিশ্লেষণে দেখা যায়, উল্লিখিত রেখাটি এখনো গাজার ভেতরেই রয়েছে এবং ইসরায়েলি বাহিনী উপত্যকার অর্ধেকেরও বেশি অংশে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখবে বলে ইঙ্গিত মিলছে।
এই ঘোষণার বিষয়ে ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল
বিডি প্রতিদিন/মুসা