মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় জিম্মি মুক্তি ও শান্তিচুক্তির সুযোগ দিতে ইসরায়েল সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে। তবে এর মধ্যেই গাজা শহরের আল-তুফাহ এলাকায় এক ভয়াবহ হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু।
ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, হামাসকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে সব চুক্তি বাতিল হয়ে যাবে। আমি কোনো বিলম্ব বা এমন কোনো ফলাফল মেনে নেব না, যেখানে গাজা আবার হুমকি হয়ে দাঁড়ায়। দ্রুত এগিয়ে চলুন—সবাই ন্যায়সঙ্গত আচরণ পাবে।
কিন্তু আল জাজিরার তথ্য অনুযায়ী, ট্রাম্পের বক্তব্যের অল্প কিছু সময় আগেই ইসরায়েলের বিমান হামলায় ওই এলাকায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেখানে অন্তত ৩০ জন আহত হয়েছেন যাদের অনেকেই শিশু। ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ২০ জন আটকা রয়েছেন বলে জানা গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি নতুন জরিপে দেখা গেছে, দেশটির অধিকাংশ ইহুদি নাগরিকই মনে করেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করছে। ওয়াশিংটন পোস্ট–এর জরিপে ৬০ শতাংশের বেশি ইহুদি উত্তরদাতা ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বলেছেন, আর প্রায় ৪০ শতাংশ মনে করেন—এটি গণহত্যার শামিল।
এ ছাড়া ৪৮ শতাংশ অংশগ্রহণকারী গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করেছেন। সাম্প্রতিক আরেক গ্যালাপ জরিপে দেখা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী সমর্থন ১০ শতাংশ কমেছে। বিশ্লেষকদের মতে, এই জরিপগুলো প্রমাণ করছে, গাজা যুদ্ধের কারণে দীর্ঘদিনের মার্কিন জনগণের ইসরায়েল সমর্থনে বড় ধরণের ভাঙন দেখা দিচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল