মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা উপেক্ষা করায় জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে জাল ও ইলিশ মাছ। বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তর জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত দেশের নদ-নদী ও সমুদ্রসীমায় সকল ধরনের মাছ আহরন, মজুদ, ক্রয়-বিক্রয়সহ পরিবহন নিষিদ্ধ।
এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রথম দিনে বরিশাল বিভাগের ৬ জেলায় ৯৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ২২টি। তবে প্রথম দিনে কোন অসাধু জেলের কারাদণ্ড না হলেও ৮ টি মামলায় ১০ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে ১১ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ৭৫ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অভিযানে ২২০ কেজি ইলিশও উদ্ধার করা হয়। এছাড়া অভিযান চলাকালীন সময়ে ৬৪ টি অবতরণকেন্দ্র, ২১০ টি মাছঘাট, ৩৮২ টি আড়ত ও ২১৬ টি বাজার পরিদর্শন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম