সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় প্রাইভেট কার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতির শিকার মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে আকুতি করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় গাড়িতে থাকা চালক, দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। মহাসড়কে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির ঘটনাটি পেছন থেকে অন্য একটি গাড়ির যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। ভিডিও ধারণকারী ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, বগুড়া থেকে তারা ঢাকায় ফিরছিলেন। যমুনা সেতুর আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন ২০-৩০ বছর বয়সি ১৪-১৫ জনের একটি দল একটি প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করে লুটপাট করছে। ডাকাতদের প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদার মতো অস্ত্র। তারা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধান খেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায়। ভয়াবহ এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায়। আহত পাঁচজনের মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত এক বৃদ্ধও ছিলেন। ধারণা করা হচ্ছে- অস্ত্রের আঘাতে বা ভাঙা কাচের টুকরো লেগে তারা আহত হয়েছেন। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ভিডিও আমরাও দেখেছি, ভিডিও দেখে মহাসড়কে টহল দিয়ে জায়গাটি কোথায় তা নিশ্চিত হতে পারছি না। কারণ রাতে মহাসড়ক সব জায়গায় প্রায় একই রকম দেখা যায়। এ ছাড়াও ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগও দেওয়া হয়নি। তারপরও পুলিশের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
প্রকাশ:
০০:০০, রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫
আপডেট:
০১:৫১, রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫
অপরাধ ঘটছে প্রকাশ্যেই
মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর