লিবিয়ায় আটক ও অনিয়মিত অবস্থায় থাকা ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত উদ্যোগে তারা দেশে ফিরেছেন।
মঙ্গলবার সকালে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানব পাচারকারীদের প্ররোচণায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। অনেকে সেখানে বিভিন্ন সময় অপহরণ, জিম্মি ও শারীরিক নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ পাওয়া গেছে।
আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে পথ খরচা, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসাসহায়তা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।