ছয় দফা দাবিতে নেত্রকোনায় কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। তাদের এই কর্মবিরতির ফলে জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়মিত টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে।
রবিবার (৫ অক্টোবর) থেকে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে এই কর্মবিরতি শুরু হয়। নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা।
তাদের দাবির মধ্যে রয়েছে: চাকরির গ্রেড উন্নয়ন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ অন্যান্য আর্থ-সামাজিক সুযোগ-সুবিধা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই এসব দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু তা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাসই দেওয়া হয়েছে। ১৯৯৮ সাল থেকে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে আসছেন বলেও জানান তারা।
বক্তব্য দেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নেত্রকোনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুলতানা পারভীন, সদস্য লুৎফা বেগম, খাইরুল হক চৌধুরী এবং সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান।
জানা গেছে, নেত্রকোনা জেলায় অনুমোদিত স্বাস্থ্য সহকারীর পদ সংখ্যা ৩৯৬টি, যার মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ২৫৯ জন। তারা সবাই নিজ নিজ উপজেলায় কর্মবিরতি পালন করছেন।
বিডি প্রতিদিন/জামশেদ