তিস্তা নদী রক্ষা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীভিত্তিক কৃষি ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
রবিবার দুপুরে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ পদযাত্রা, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট আব্দুস সালামসহ তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীবৃন্দ।
পদযাত্রার পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তিস্তা নদী উত্তরবঙ্গের প্রাণ। এই নদীর বুক এখন বালুচর ও খরায় ভরে গেছে, যা কৃষি উৎপাদন, মাছ ধরা ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অবিলম্বে তিস্তা নদীর পুনরুদ্ধার, খনন ও তীর সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আরও বলেন, ভারত থেকে পর্যাপ্ত পানি প্রবাহ নিশ্চিত করা, তিস্তা ব্যারাজ এলাকার কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং নদীসংলগ্ন মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ এখন সময়ের দাবি।
বিডিপ্রতিদিন/কবিরুল