দেশের উত্তরাঞ্চলে হঠাৎ করে টানা অতিবৃষ্টির ফলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
সংস্থাটি এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে, রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এবং ভারতের উজানে—বিশেষ করে পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এই অতিবৃষ্টির কারণে নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের পঞ্চগড়ে ১১৮ মিলিমিটার, নীলফামারীর ডালিয়ায় ৮৫ মিলিমিটার ও কুড়িগ্রামের পাটেশ্বরীতে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ভারতের দার্জিলিংয়ে ২৬১ মিলিমিটার, কোচবিহারে ১৯০ মিলিমিটার, জলপাইগুড়িতে ১৭২ মিলিমিটার এবং শিলিগুড়িতে ১৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিকিমের রাজধানী গ্যাংটকে এবং অরুণাচল প্রদেশের পাসিঘাটেও প্রায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এই পরিস্থিতিতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি দ্রুত প্রবেশের আশঙ্কা থাকায় বন্যার ঝুঁকি আরও বেড়েছে। পূর্বাভাস কেন্দ্র স্থানীয় জনগণকে সতর্ক থাকতে এবং নদীসংলগ্ন এলাকায় বসবাসকারীদের পরিস্থিতির প্রতি নজর রাখতে বলেছে।
বিডি প্রতিদিন/মুসা