ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে রেললাইনের পাশে এ লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে লাশের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে শিশুর মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ