মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার খাইছড়া চা বাগানের একটি লেকের পাশ থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। পরে এটি বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চা বাগানে পাতা তোলার সময় শ্রমিকরা হঠাৎ লেকের পাশে বিশালাকৃতির অজগর সাপটি দেখতে পান। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয়ভাবে পরিচিত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ২১ কেজি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল রেঞ্জের কর্মকর্তা মো. নাজমুল হক জানান, ‘উদ্ধারকৃত অজগরটিকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর এটি আবার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ