চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মো. হারুন (৪৫) নামের এক প্রবাসীকে হত্যার ঘটনার প্রধান আসামি শাহিন আলমকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে পত্নীতলা থানার মহেশপুর কদমকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
র্যাব জানিয়েছে, নিহত হারুন ৩০ এপ্রিল তিন মাসের ছুটিতে দেশে আসেন। জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৯ জুলাই হারুনের বোন শাহেনা বেগমের ঘরের ছাদের পানি হারুনের বাড়ির উঠানে পড়ে স্যাঁতস্যাঁতে অবস্থার সৃষ্টি হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ভাগনে শাহিন আলম ও তার সহযোগীরা অস্ত্র, ছুরি ও লোহার রড দিয়ে হারুনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মিরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ওই মামলার প্রধান আসামী শাহিনকে নওগাঁর পতœীতলা থেকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী আইনি ব্যবস্থা নিবেন।
বিডি প্রতিদিন/এএম