চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনায় আহত মো. ফয়সাল (৪২) নামের এক যুবক মারা গেছেন। শনিবার দিবাগত রাত ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফয়সাল পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা এলাকার বাসিন্দা। এর আগে গত শনিবার দুপুরে টানেলের ভেতরে একটি বাস উল্টে গেলে তিনিসহ বেশ কয়েকজন আহত হয়েছিলেন।
হাসপাতালের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুখ জানান, টানেলে বাস দুর্ঘটনায় আহত হয়ে ৬ জন শনিবার হাসপাতালে ভর্তি হন। ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে যান। চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল রবিবার ভোররাতে মারা গেছেন।
বিডি প্রতিদিন/এএম