বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের প্রবাসী সংবাদকর্মীরা প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই সংবাদকর্মীরা প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সচেতন করতে এবং বাংলাদেশ সরকারের ঘোষিত সুযোগ-সুবিধা সম্পর্কে জানাতে কাজ করছেন, যা প্রবাসী সমাজে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
সম্প্রতি বাংলাদেশ প্রেসক্লাবের চার বছর পূর্ণ হয়ে পাঁচ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ২০২৪-২০২৫ বর্ষের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিল আহ্বান করেন। তিনি সংবাদকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং নিউজ প্রচারের ক্ষেত্রে সর্বদা সত্যতা যাচাই করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সতর্ক করেন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্য প্রচার করে প্রবাসীদের বিভ্রান্ত করা হচ্ছে এবং নানা প্রলোভন দেখিয়ে সাধারণ প্রবাসীদের ক্ষতি করা হচ্ছে। এ বিষয়ে সাংবাদিকদের সজাগ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
জিলিব সুয়েখের কিং চিকেন রেস্তোরাঁয় আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক আল-আমিন রানা, মোহাম্মদ হেবজু মিয়া, সাদেক রিপন, মহসিন পারভেজ, মো. সেলিম হাওলাদার, জিসান মাহমুদ, জসিম উদ্দিন ভূঁইয়া, আবু বক্কর সিদ্দিক পাভেল, কাওসার আহমদ বিহন, জাহিদ হোসেন জনি ও এইচ এম এরশাদ।
উল্লেখ্য, ২০০০ সালের পূর্ব থেকেই প্রবাসী সংবাদকর্মীদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয় কুয়েতে। ২০২১ সালে প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সব সংগঠন একীভূত করে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত। সংগঠনের মূল লক্ষ্য হলো কুয়েতের আইনকে সম্মান জানিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার, প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং একে অপরের বিপদে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানো। এছাড়া, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিটি সদস্যের জবাবদিহিতা নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।
বিডি প্রতিদিন/জামশেদ