টরন্টোর কবিতা বিষয়ক সংগঠন ‘বাচনিক’-এর যুগপূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘বাচনিক বৈভব’, যেখানে কবিতা, গান ও নৃত্যের অনবদ্য মেলবন্ধনে তুলে ধরা হবে বাঙালি সংস্কৃতির নানা রূপ।
এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র কাজী হেলাল জানান, আগামী ১৮ অক্টোবর টরন্টোর মেইন স্ট্রিট স্টেশন সংলগ্ন ডন অন ডেনফোর্থ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান মেরী রাশেদীন ও শাপলা শালুক। তারা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে বাচনিক শুরু থেকেই কাজ করে যাচ্ছে। এবারের যুগপূর্তি অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিশু-কিশোররা কবিতা আবৃত্তিতে অংশ নেবে।
প্রতিবছরের মতো এবারও একজন বাচিক শিল্পী এবং একজন কবিকে ‘বাচনিক সম্মাননা’ প্রদান করা হবে। এবারে এই সম্মাননা পাচ্ছেন খ্যাতনামা আবৃত্তি শিল্পী, সংগঠক ও প্রশিক্ষক শিমুল মুস্তাফা এবং কবি অপরাহ্ন সুসমিতো।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে কোনো প্রবেশ ফি নেই। টরন্টোয় বসবাসরত বাংলা ভাষাভাষী সবাইকে এই বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তারা।
বিডি প্রতিদিন/জামশেদ