খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীর মধ্যে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে পার্বত্য জেলা পরিষদ। শনিবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন।
ক্ষতিগ্রস্ত প্রত্যেকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও ৩০ কেজি চাল বিতরণ করা হয়। এসময় চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। প্রাথমিক সহায়তা হিসেবে এ ত্রাণ দেওয়া হয়।”
অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যবৃন্দ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত