বগুড়ায় উলামা মাশায়েখ পরিষদের সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের টিটু মিলনায়তনে উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখা এ সেমিনারের আয়োজন করে।
উলামা মাশায়েখ পরিষদ শহর শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ড. আবু সালেহ মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জামিয়া ইসলামিয়া আল আকাবার অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. বেলাল হোসাইন।
প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও ইসলামী কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে মহানবীর (সা.) জীবনাদর্শের কোনো বিকল্প নেই। বিশ্বসেরা মহামানব রাসুলের দেখানো পথেই একমাত্র শান্তি ও মুক্তি সম্ভব। বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা ছিল রাসুলের প্রধান কাজ। সেই কাজ আমাদেরকেও ব্যক্তি, পরিবার, সমাজ এবং ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় করতে হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুনিরুজ্জামান ইউসুফী।
আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. কামরুল হাসান, কারবালা মাদ্রাসা বগুড়ার শায়খুল হাদিস মুফতি মাওলানা ফজলুল করিম রাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চল টিমের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, মাওলানা আব্দুল হালিম বেগ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়ার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যাপক মাওলানা আব্দুল বাসেত, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট আল আমিন, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, মাওলানা সাইদুল ইসলাম ও ড. মাওলানা আব্দুল বারী রশিদী প্রমুখ।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন ক্বারি জুলকারনাইন রায়হান এবং নাতে রাসুল পেশ করেন মো. আব্দুল্লাহ হিসাম।
বিডিপ্রতিদিন/কবিরুল