অস্ট্রেলিয়ায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিত শর্মার জায়গায় ওয়ানডে দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুবমান গিল। তার সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
আহমেদাবাদে শনিবার অনুষ্ঠিত নির্বাচক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকটি পরিচালনা করেন প্রধান নির্বাচক অজিত আগারকর। উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বোর্ড সচিব দেবজিত সাইকিয়া।
সূত্র মতে, নির্বাচকরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই পরিবর্তন এনেছেন, যাতে গিল ২০২৭ সালের বিশ্বকাপের (যা অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়) আগে নেতৃত্বের অভিজ্ঞতায় আরও পরিণত হতে পারেন।
২৬ বছর বয়সী গিল এখন ভারতের তিন ফরম্যাটেই আনুষ্ঠানিক নেতৃত্বের দায়িত্বে আছেন, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এবং টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে।
৩৮ বছর বয়সী রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বর থেকে ভারতের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে ভারত ৫৬ ম্যাচে জয় পেয়েছে ৪২টিতে, হেরেছে ১২টিতে, এক ম্যাচ টাই এবং আরেকটি পরিত্যক্ত হয়। রোহিতের অধীনে ভারত ২০১৮ ও ২০২৩ এশিয়া কাপ জেতে, এছাড়া ২০২৩ বিশ্বকাপ ফাইনালে পৌঁছায় এবং তার অধিনায়কত্বেই চ্যাম্পিয়নস ট্রফি জয় সম্পন্ন হয়।
ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ১৯, ২৩ ও ২৫ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরে ভারত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা (নভেম্বর–ডিসেম্বর) ও নিউজিল্যান্ডের (জানুয়ারি) বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
বিডি প্রতিদিন/এমআই