ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বরিশালের কীর্তনখোলা নদীতে নৌ-র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর বরিশাল ডিসি ঘাট থেকে শুরু হওয়া এ র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মাইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময়টাই ইলিশ প্রজননের মৌসুম। মা ইলিশ গভীর সমুদ্র থেকে মোহনায় আসে ডিম দেওয়ার জন্য। একটি মাইলিশ ১৫ লাখ থেকে ২৫ লাখ পর্যন্ত ডিম দিয়ে থাকে। এ ২২ দিন মা ইলিশ আহরণ থেকে বিরত থাকলে আমাদের ইলিশের কোনো অভাব থাকবে না।
মা ইলিশ আহরণে বিরত রাখার জন্য সরকারের পক্ষ থেকে জেলেদের প্রণোদনা দেওয়া হচ্ছে। এ বছর বরিশাল জেলায় ৬৬ হাজার ৫২৪ জন জেলেকে ২৫ কেজি করে মোট ১ হাজার ৬৬৩ মেট্রিক টন চাল বিতরণ দেওয়া হবে। এছাড়া তেল ও আটাসহ আট প্রকার প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে।
তিনি বলেন, গত বছর কিছু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ বছর এ ধরনের চেষ্টা করলে সরকার সর্বোচ্চ আইন প্রয়োগ করবে। গত বছরের তুলনায় এবার টহল জোরদার করা হবে। মাঠে ৩০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌ-পুলিশ, র্যাব, কোস্টগার্ড এবং মৎস্য দপ্তর নিয়মিত টহল দেবে।
র্যালিতে বরিশাল জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস. এম. নাজমুল হক, মৎস্য অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালক মো. কামরুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা প্রশাসন, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও র্যাব কর্মকর্তা, জেলে প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল