নওগাঁর পত্নীতলা ও মহাদেবপুর উপজেলাসহ আশপাশের এলাকায় বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বহু ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা। শনিবার বিকেল থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে কয়েকটি গ্রামের ঘর ও গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর প্রবল বেগে ঝড় শুরু হয়, সঙ্গে মেঘের গর্জন ও মুষলধারে বৃষ্টি। প্রায় আধাঘণ্টা স্থায়ী এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মহাদেবপুর উপজেলার মাতাজীহাট, বিলশিকারী ও পত্নীতলার ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি এলাকায়।
ঝড়ে বহু গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বেশ কিছু এলাকায়। স্থানীয়রা জানান, অসময়ে এমন ঝড়ে কৃষিজ ফসলেরও ক্ষতি হয়েছে।
প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা মাঠে কাজ করছেন।
বিডি প্রতিদিন/হিমেল