বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের দলীয় সম্পত্তি হিসেবে ব্যবহার করতে চেয়েছে। কিন্তু তাদের জন্য কিছুই করেনি। তাদের বাঙালি হয়ে যেতে বলেছিল। কিন্তু শহীদ জিয়া ও বিএনপি সকল জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতির স্বীকৃতি ও সকল ধর্মাবলম্বী মানুষের ধর্ম-কর্মের স্বাধীনতা দিয়ে স্বাধীন ভূ-খণ্ডে বসবাসকারী সমতল ও পাহাড়ের সকলকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করে।
শনিবার বিকেলে হালুয়াঘাটের ভুবনকুড়া ইউনিয়নের আজকিপাড়া ফ্রান্সিস জেবিআর গীর্জায় ইউনিয়নের গারো জাতিগোষ্ঠীর নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গারো জনগোষ্ঠীর প্রতি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, বিএনপি সকল ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলকে নিয়ে রেইনবো নেশন, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক রাষ্ট্র গড়ে তুলবে।
ঝলঝলিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট রিঞ্জিত রুগার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও গবেষক সঞ্জিব দ্রং, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা ইনুস ঘাগড়া, বাঘাইতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বরুণ দ্রং, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলী জহির ও গারো নারী নেত্রী অ্যাডভোকেট শুভ্রা পান্থ্রা।
বিডি প্রতিদিন/এমআই