রাজবাড়ীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টার থেকে একটি র্যালি রাজবাড়ীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা মো. আইয়ুব খান আনসারীর সভাপতিত্বে আলোচনা সভায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, বাংলাদেশ যদি আবার আওয়ামী লীগ ফিরে আসে তাহলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে। আজকে বাংলাদেশে জাতীয় নির্বাচন হলে জামায়াত প্রধান বিরোধী দল হতো। এর বেশি আশা করা জামায়াতের জন্য ঠিক নয়।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গোপনে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে সভা করছেন। ৫ আগস্টের আগে যারা ছাত্রলীগ করতো, তারা এখন শিবির করে। জামায়াত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজনকে ভাগিয়ে নিচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা লোকমান হোসেনের সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে. এ. সবুর শাহীন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ. মজিদ বিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিডিপ্রতিদিন/কবিরুল