অস্ট্রেলিয়ার সিডনির মেসনিক সেন্টারে বুধবার (১ অক্টোবর) দুপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে দুইদিনব্যাপী ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫’। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স ফিতা কেটে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত এ এক্সপোতে দুই দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি আব্দুল খান রতন এবং অন্যান্য সদস্যরা। প্রিমিয়ার মিন্স প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
উদ্বোধনী পর্বে পরিবেশিত হয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত, অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি এবং স্বাগত বক্তব্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ব্রায়েন লল। বক্তব্য রাখেন প্রিমিয়ার ক্রিস মিন্স, বাংলাদেশ কনসাল জেনারেল ড. শেলি সেলেহীন এবং ফোরামের সভাপতি আব্দুল খান রতন।
এক্সপোর প্রথম দিন অনুষ্ঠিত হয় দুটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা। দুপুরে অনুষ্ঠিত হয় ‘Threads of Opportunity: Strengthening Australia–Bangladesh Partnerships in Garments & Textiles’ শীর্ষক আলোচনায় অংশ নেন নিউ সাউথ ওয়েলসের শ্যাডো মন্ত্রী মার্ক কুরে, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম, বাংলাদেশের এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান ও ব্যবসায়ী বেন কারসন।
বিকেলে ‘Agri-Innovation & Technology Transfer: Driving Productivity and Food Security’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন শ্যাডো মন্ত্রী অ্যালেক্স হক, অস্ট্রেলিয়ান কটন শিপার্স অ্যাসোসিয়েশনের সিইও জুলস উইলিস এবং পিআরএন গ্রুপের নির্বাহী পরিচালক রাশেদুল হাসান।
এক্সপোতে অংশ নিতে গতকাল মঙ্গলবার ঢাকা থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল সিডনিতে এসে পৌঁছান। দুই দেশের উদ্যোক্তাদের সরাসরি সংযোগ ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকরা আশা করছেন, এই এক্সপো অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ প্রসারিত হবে।
বিডি প্রতিদিন/জামশেদ