সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে স্বামীর হাতে স্ত্রী সাহিদা বেগম (২৩) খুন হয়েছেন। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটে। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। শনিবার সকালে রেজাউল করিম ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। তদন্ত চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত