কুমিল্লায় রাসেল নামের এক যুবক প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। এ ঘটনার পর স্থানীয়রা পিস্তলসহ তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
রবিবার (৫ অক্টোবর) বিকালে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল দক্ষিণ রামপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে।
সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সদর দক্ষিণের আব্দুল্লাহপুর গ্রামের লোকজনের সাথে বাকবিতণ্ডা হয় পার্শ্ববর্তী দক্ষিণ রামপুর গ্রামের রাসেলের সাথে। উভয়পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করতে রাসেল প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এ ঘটনার পরপরই স্থানীয়রা পিস্তল সহকারে রাসেলকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ অস্ত্রসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, পিস্তলসহ আটক রাসেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আগেও দুইটি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন