মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। তিনি রবিবার সাংবাদিকদের বলেন, শান্তি আলোচনা খুব ভালোভাবে চলছে বলে তিনি শুনেছেন।
এদিকে, হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনার জন্য মধ্যস্থতাকারীরা সোমবার মিশরের কায়রোতে বসতে চলেছেন। এই আলোচনা গাজা যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।
হামাস ২০ দফা মার্কিন শান্তি পরিকল্পনার কিছু অংশে সম্মতি জানিয়েছে। এর মধ্যে জিম্মি মুক্তি দেওয়া এবং গাজার শাসনভার ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দেওয়ার মতো বিষয় রয়েছে।
তবে, হামাস তাদের অস্ত্র সমর্পণ এবং গাজার ভবিষ্যৎ প্রশাসনে কোনো ভূমিকা না রাখার মতো মূল দাবিগুলো নিয়ে আলোচনা করতে চেয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আলোচনার গতিপ্রকৃতি দেখে তিনি খুশি। তিনি দাবি করেন, এতে ইসরায়েলের জন্য একটি দুর্দান্ত চুক্তি হবে, এটি সমগ্র আরব বিশ্ব, মুসলিম বিশ্ব এবং বিশ্বের জন্য একটি দুর্দান্ত চুক্তি।
তবে, জিম্মি মুক্তির বিষয়ে আশার কথা শোনালেও গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার হামাস মার্কিন শান্তি প্রস্তাবে সাড়া দেওয়ার পর ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে বোমা হামলা বন্ধ করতে বললেও সেই আহ্বান সম্পূর্ণভাবে মানা হয়নি।
বিডি প্রতিদিন/নাজমুল