বাগেরহাটে সাংবাদিক এস এম হায়াতকে কুপিয়ে হত্যার দুই দিন পর মামলা হয়েছে। রবিবার হায়াত উদ্দিনের মা হাসিনা বেগম সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ-উল-হাসান বলেন, ‘তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। এখনো কাউকে আটক করা যায়নি, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’