চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে এক প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে বিসিক শিল্পনগরী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে টম্যাটো সস তৈরির অপরাধে আরিয়ান ফুড প্রোডাক্টকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জরিমানার এই আদেশ দেন।