ফেনীর ফুলগাজী উপজেলার ট্রেড সেন্টার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার মধ্যরাতের এ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে উপজেলার বিখ্যাত নবাবি হোটেল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আগুন লাগার খবরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফুলগাজী ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের সহযোগিতা করে সেনাবাহিনীর একটি দল। স্থানীয় সূত্র জানান, সম্প্রতি নবাবি হোটেলের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া চলছিল। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন হোটেলটি পুরোপুরি পুড়ে গেছে।