সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসমা খাতুনের বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ তুলে তার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ফুলতলা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, উদ্যোক্তা আসমা খাতুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় অনিয়মের মাধ্যমে ভাতাভোগীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিচ্ছেন।