নাটোরের লালপুরে পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগানের গুলিতে রিপন কাজী (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় তিন পাখি শিকারিকে ধরে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (কাজীপাড়া) এলাকায় গতকাল সকালে এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী ওই এলাকার আনসার কাজীর ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের আবদুল আলীমের ছেলে জাহিদ, আবদুল জলিলের ছেলে সামাউন, একরাম আলীর ছেলে আশরাফুল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন যুবক রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। রিপন তাদের পাখি শিকারে বাধা দিলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদ তার হাতে থাকা এয়ারগান দিয়ে রিপনকে গুলি করেন।