২০১৮ সালে ভারতের দেরাদুনে বাংলাদেশকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ করেছিল আফগানিস্তান। ৫ বছর পর বাংলাদেশও তাদের একই ফরম্যাটে হোয়াইটওয়াশ করে। তবে সিলেটে অনুষ্ঠিত সিরিজটি ছিল দুই ম্যাচের। এবার সাইফ হাসানের হাফসেঞ্চুরিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার রশিদ খানের দলকে ধবলধোলাই করল টাইগাররা। হোয়াইটওয়াশের পর ফিল্ডিংকে দায় দিয়েছেন অধিনায়ক রশিদ খান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রবিবার সিরিজের শেষ ম্যাচে অন্তত ২টি ক্যাচ ছেড়েছেন আফগানিস্তান ফিল্ডাররা। এর বাইরেও তাদের হাত ফসকে বেরিয়ে গেছে অনেক রান।
আগের দুই ম্যাচেও ফিল্ডিংয়ের কারণে ডুবতে হয়েছে তাদের। বিশেষ করে প্রথম টি-টোয়েন্টিতে অন্তত ৫টি ক্যাচ ছেড়েছে আফগান ফিল্ডাররা। এর মধ্যে বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন একাই পেয়েছেন ৪টি জীবন। সব মিলিয়ে সিরিজের তিন ম্যাচে অনেক ক্যাচ ছাড়ার পাশাপাশি মিস ফিল্ডিংয়ে বাংলাদেশকে অনেক রানও দিয়েছে আফগানিস্তান। তাই সিরিজ শেষে এই জায়গাটি নিয়েই বড় আফসোস রশিদের।
তিনি বলেন, “সত্যি বলতে আমরা বাজে ক্রিকেট খেলেছি এবং তারা দুর্দান্ত খেলেছে। সিরিজজুড়ে ব্যাটিং ও বোলিংয়ে তারা ভালো করেছে। বিশেষ করে ফিল্ডিংয়ে। আমার মনে হয়, এই জায়গায় (ফিল্ডিংয়ে) আমরা তাদের চেয়ে অনেক পিছিয়ে ছিলাম।”
তিনি আরও বলেন, “আমরা অনেকগুলো ক্যাচ ছেড়েছি। ক্যাচই আপনাকে ম্যাচ জেতায়। বোলিং ভিন্ন ব্যাপার। তবে ফিল্ডিংয়ে আমরা অনেক বেশি পিছিয়ে ছিলাম। তাই তারা এই ৩-০ ব্যবধানে সিরিজ জিতল।”
বিডি প্রতিদিন/নাজিম