ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রবিবার রাতে ব্রেন্টফোর্ডকে তাদের মাঠ জিটেক স্টেডিয়ামে ১-০ গোলে হারিয়েছে ম্যান সিটি। ম্যাচের প্রথমার্ধে গার্দিওলার শিষ্যরা দাপুটে ফুটবল খেললেও, দ্বিতীয়ার্ধে তাদের খেলায় ছিল কিছুটা ছন্নছাড়া ভাব। তবে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ঘরে ফিরতে পেরেছে তারা।
এই জয়টি ছিল প্রিমিয়ার লিগে কোচ হিসেবে পেপ গার্দিওলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এটি তার ২৫০তম জয়। মাত্র ৩৪৯টি ম্যাচ কোচিং করিয়ে স্প্যানিশ এই কোচ এই মাইলফলক স্পর্শ করেছেন।
আগের রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের দখলে। ফার্গুসন ২৫০তম জয়ের দেখা পেয়েছিলেন ৪০৪তম ম্যাচে। ফার্গুসনের চেয়ে ৫৫ ম্যাচ কম খেলেই দ্রুততম ২৫০ জয়ের রেকর্ডটি নিজের করে নিলেন গার্দিওলা। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে আড়াইশ জয় পাওয়া ১৬তম কোচ হলেন সিটি বস। প্রিমিয়ার লিগে কোচ হিসেবে তার বাকি ৯৯ ম্যাচের মধ্যে ড্র হয়েছে ৫০টি এবং হার মাত্র ৪৯টি ম্যাচে।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্সে সেভাবে দ্যুতি ছড়াতে পারেনি ম্যানচেস্টার সিটি। তবে আর্লিং হলান্ডের দারুণ এক গোল অবশেষে জয়ের পথে ফিরায় তাদের।
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সিটির জন্য এই জয় ছিল অনেকটাই স্বস্তির। সেই ম্যাচে হলান্ডের জোড়া গোল সত্ত্বেও শেষ দিকে গোল খেয়ে দুই পয়েন্ট হারিয়েছিল তারা। এবার শেষ পর্যন্ত কোনো ভুল করেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যাচের নবম মিনিটেই ম্যাচের ভাগ্য গড়ে দেন আর্লিং হলান্ড। ইয়োশকো ভার্দিওলের উঁচু পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে, ডি-বক্সে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে বাঁ পায়ের শটে গোলটি করেন নরওয়েজিয়ান তারকা।
বিডি প্রতিদিন/নাজিম