খাগড়াছড়ি জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে। বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পর্যন্ত এ তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ভাবনা, ধ্যান, সাধনা অনুশীলন করেন।
দিনটি উপলক্ষ্যে সোমবার সকালে খাগড়াছড়ি প্রাচীন কেন্দ্রীয় য়ংড বৌদ্ধ বিহার, ধর্মপুর ঐতিহ্যবাহী পুরনো আর্য বনবিহার, কল্যাণপুর বিহার সহ বিভিন্ন বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে দেশ ও জাতির সুখ ও মঙ্গল কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা পঞ্চশীল গ্রহণ করেন। পরে বুদ্ধের উদ্দ্যেশে ফুল পূজা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের দান অনুষ্ঠিত হয়।
এদিনটি ঘিরে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। সন্ধ্যায় আকাশ প্রদীপ ফানুস উড়ানো হবে বলে বিহার পরিচালনা কমিটির সভাপতি থোয়াইলা মারমা জানিয়েছেন। বিহারে আগত পুন্যতীরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম দেশনা শ্রবণ করেন।
উল্লেখ্য, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন