গাজায় চলমান যুদ্ধ অবসানের জন্য মধ্যস্থতাকারীদের 'দ্রুত পদক্ষেপ' নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হওয়ার ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তা দেন তিনি।
হামাস যুক্তরাষ্ট্রের দেওয়া ২০-দফা শান্তি পরিকল্পনার কিছু অংশ মেনে নিতে রাজি হওয়ার পর এই আলোচনা শুরু হচ্ছে। এর মধ্যে জিম্মি মুক্তি এবং গাজার শাসনভার ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে হামাস তাদের নিরস্ত্রীকরণ এবং ভবিষ্যতে গাজার প্রশাসনে কোনো ভূমিকা না রাখার মতো মূল দাবিগুলো নিয়ে আলোচনা করতে চেয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আলোচনা খুব সফল হয়েছে। তিনি আরও জানান, আমাকে বলা হয়েছে প্রথম ধাপের আলোচনা এই সপ্তাহেই শেষ হওয়া উচিত, এবং আমি সবাইকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।
এর আগে তিনি হামাসকে সতর্ক করে বলেছিলেন যে, তারা যদি বিলম্ব করে তবে সব 'বাজি শেষ' হয়ে যাবে এবং তিনি এমন কোনো ফলাফল মেনে নেবেন না যেখানে গাজা আবার হুমকি হয়ে দাঁড়ায়।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল