ষোড়শ ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে বশির আহমেদকে পরপর দুই ছক্কা মারেন সাইফ হাসান। দ্বিতীয় ছক্কাটি আবার গ্যালারির ছাদে আছড়ে পড়ে। ওই ছক্কায় হাফ সেঞ্চুরি তুলে নেন সাইফ। মরুরাজ্য আরব আমিরাতে এটা তাঁর তৃতীয় এবং সব মিলিয়ে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। সাইফের হাফ সেঞ্চুরিতে খুব সহজে ৬ উইকেটে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২০১৮ সালে ভারতের দেরাদুনে আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারের প্রতিশোধ নিলেন টাইগাররা। সাইফ ৬৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ৩৮ বলে ২ চার ও ৭ ছক্কায়। নুরুল হাসান সোহান ১০ রানে অপরাজিত ছিলেন ৯ বলে ১ ছক্কায়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিলেন টাইগাররা। টার্গেট ১৪৪ রান। টাইগার দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম ৪.১ ওভারে ২৪ রানের ভিত দেন। প্রথম ম্যাচে দুই ওপেনার জুটিতে ১০৯ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে দুজনই সাজঘরে ফেরেন ১৬ রানের মধ্যে। গতকাল ২৪ রানে ওপেনার পারভেজের বিদায়ের পর জুটি বাঁধেন তানজিদ ও ছন্দে থাকা সাইফ হাসান। দুজন ৩৯ বলে ৫৫ রান যোগ করে বিচ্ছিন্ন হন। দলীয় ৭৯ রানে তানজিদ ৩৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রান করে সাজঘরে ফেরেন। দলকে জয়ী করেন সাইফ। টি-২০ এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। স্বপ্ন হোয়াইটওয়াশ। ২০১৮ সালে ভারতের দেরাদুনে দুই দলের প্রথম সিরিজটিতে টাইগারদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। ২০২২ সালে দুই দেশ ফের মুখোমুখি হয়েছিল টি-২০ সিরিজে। সিরিজটি কোনো দলই জেতেনি। ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। ২০২৩ সালে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছিল পরিষ্কার ব্যবধানে। ২-০ ব্যবধানে জিতে প্রতিশোধ নিয়েছিলেন টাইগাররা। শারজায় এবার ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছেন। সিরিজের প্রথম ম্যাচ জাকের বাহিনী জিতেছিল ৪ উইকেটে এবং দ্বিতীয়টিতে জয় পায় ২ উইকেটে। সিরিজের শেষ ম্যাচে গতকাল এক পরিবর্তন নিয়ে খেলেছেন টাইগাররা। দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে টানা খেলার ধকল এড়াতে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্তে একাদশে ফেরেন তানজিম সাকিব। ভিসা জটিলতায় সৌম্য সরকার স্কোয়াডে থাকার পরও যেতে পারেননি আমিরাত। সেজন্য ব্যাটিং লাইনে কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট। জাকের আলি আগের দুই ম্যাচের মতো গতকালও টস জেতেন। ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আফগানিস্তানকে। এক পরিবর্তন নিয়ে খেলতে নেমে জাকের বাহিনী চেপে ধরে রশিদ খানের দলকে। ৬ ওভারের পাওয়ার প্লেতে ৩৯ রানের খরচে তুলে নেয় ৩ উইকেট। রশিদ বাহিনী ১০ ওভারে ৩ উইকেটে ৭৩ রান করে। শেষ ১০ ওভারে ৭০ রান করে ৬ উইকটে হারিয়ে। সব মিলিয়ে ২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান।
শিরোনাম
- বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
- উড়ালসেতু নয়, মেধা-প্রযুক্তিনির্ভর শিক্ষাই জাতির মেরুদণ্ড : রিজভী
- ডিসি লেকে প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে শিশুদের প্রতিবাদী চিত্রাঙ্কন
- বগুড়ায় বজ্রপাতে নারীর মৃত্যু
- তরুণকে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবি, কুষ্টিয়ায় দুইজন গ্রেপ্তার
- নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকাদান কার্যক্রম বন্ধ
- মাদারীপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
- নীলফামারীতে ঝড়ে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি, আহত ৫০
- ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
- বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
- রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
- মেহেরপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
- নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ : গোয়েন লুইস
- বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
- বাংলাদেশি শিল্পীর ক্যালিগ্রাফি স্থান পেল কুয়েতের গ্র্যান্ড মসজিদে
- ইতিহাস গড়ল বিটকয়েন
- মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ১
- তফসিলের আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর